Wellcome to National Portal
Main Comtent Skiped

Office Hours: Saturday-Wednesday 9:00 AM to 5:00 PM; The office is closed on Thursdays and Fridays, weekends and other public holidays.


কী সেবা কীভাবে পাবেন

ক্রমিক

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

এবং প্রাপ্তিস্থান

(১)

(২)

(৩)

(৪)

বই/ সংবাদপত্র/ সাময়িকী পাঠ সেবা

সেবাগ্রহীতা গ্রন্থাগারে এসে বিনামূল্যে যেকোন বই/সাময়িকী/ সংবাদপত্র ইত্যাদি পড়তে পারবেন।

নির্ধারিত পাঠকক্ষ

পুরাতন পত্রিকা ও সাময়িকী পাঠ সেবা

চাহিদা অনুযায়ী যেকোন পাঠক বিনামূল্যে পুরাতন সংবাদপত্র ও সাময়িকী পাঠের সুযোগ পাবেন।

নির্ধারিত পাঠকক্ষ

রেফারেন্স সেবা

রেফারেন্স সামগ্রী সংগ্রহ, সংগঠন ও সংরক্ষণ করা এবংপাঠসুবিধা প্রদান।

নির্ধারিত পাঠকক্ষ

সাম্প্রতিক তথ্য-জ্ঞাপন সেবা (CAS)

গ্রন্থাগারে আগত নতুন গ্রন্থাগার সামগ্রী (বই/ সংবাদপত্র/ সাময়িকী/ রেফারেন্স সামগ্রী/ ম্যাপ/ ভিজিয়্যাল সামগ্রী ই্ত্যাদি) সম্পর্কে অবহিত করণ।

নির্ধারিত পাঠকক্ষ

ই-বুক সেবা

https://publiclibrary.sirajganj.gov.bd/ এই লিঙ্কে গিয়ে ‘ই-বুক’ সংক্রান্ত মেন্যুতে ক্লিক করতে হবে।

গ্রন্থাগারের ওয়েব পোর্টাল

পুস্তক লেনদেন

সেবা

গ্রন্থাগারের সদস্যদের চাহিদার ভিত্তিতে এককালীন সর্বোচ্চ ২টি পুস্তক ধার প্রদান।

গ্রন্থাগারের সদস্য হতে নিম্নোক্ত কাগজপত্র পূরণ করে অত্রদপ্তরে জমা দিতে হবে:

১. নির্ধারিত আবেদন ফরম

২. NID/জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি

৩. পাসপোর্ট সাইজের ২ কপি ছবি

গ্রন্থ প্রদর্শনী/ বইমেলায় অংশগ্রহণ

বই পাঠে আগ্রহী করতে বছরের বিভিন্ন সময়ে গ্রন্থ প্রদর্শনীর আয়োজন করা হয় এবং বিভিন্ন মেলায় অংশগ্রহণ করা হয়।

জেলা সরকারি গণগ্রন্থাগার, সিরাজগঞ্জ

ইন্টারনেট ব্যবহার সেবা

নির্ধারিত কম্পিউটারে শুধুমাত্র গ্রন্থাগারের সদস্যদের ইন্টারনেট ব্যবহার করতে দেয়া

সদস্যকার্ড/ নির্ধারিত কক্ষ

সবার জন্য বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে দেয়া

নির্ধারিত পাঠকক্ষ

গ্রন্থাগার সম্পর্কিত তথ্য প্রদান

কাঙ্খিত তথ্য প্রদানের মাধ্যমে

জেলা সরকারি গণগ্রন্থাগার, সিরাজগঞ্জ

ওয়েব পোর্টাল ব্রাউজিং-এর মাধ্যমে

https://publiclibrary.sirajganj.gov.bd/

১০

সম্প্রসারণমূলক সেবা

বিভিন্ন দিবস উপলক্ষ্যে বইপাঠ, রচনা, চিত্রাংকন, সুন্দর হাতের-লেখা, কবিতা আবৃত্তি, গল্পবলা ইত্যাদি প্রতিযোগিতা আয়োজন করা

সরকারি গণগ্রন্থাগারে নিম্নোক্ত কাগজ পত্র জমা দিতে হয়:

১. জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদের অনুলিপি

২. প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন (প্রযোজ্য ক্ষেত্রে)

৩. নির্ধারিত ফরম (প্রযোজ্যক্ষেত্রে)

আলোচনা সভা/ সেমিনার/ অংশীজনের সাথে মতবিনিময়/ বরেণ্য ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ইত্যাদি আয়োজন

পাঠাভ্যাস বৃদ্ধিকরণ কার্যক্রমের অংশ হিসেবে বছরের বিভিন্ন সময়ে আলোচনা সভা/ সেমিনার/  অংশীজনের সাথে মতবিনিময়/ বরেণ্য ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ইত্যাদি আয়োজন করা হয়।

১১
বেসরকারি পাঠাগার তালিকাভূক্তিকরণ নীতিমালা অনুযায়ী সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের বেসরকারি পাঠাগার কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন সাপেক্ষে

১. নির্ধারিত আবেদন ফরম

২. পাঠাগারের গঠনতন্ত্র

৩. কার্যকরী ও সাধারণ পরিষদের তালিকা

৪. সদস্যদের তালিকা

৫. সংরক্ষিত বইয়ের তালিকা

মহাপরিচালক