ক্রমিক |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
(১) |
(২) |
(৩) |
(৪) |
১ |
বই/ সংবাদপত্র/ সাময়িকী পাঠ সেবা |
সেবাগ্রহীতা গ্রন্থাগারে এসে বিনামূল্যে যেকোন বই/সাময়িকী/ সংবাদপত্র ইত্যাদি পড়তে পারবেন। |
নির্ধারিত পাঠকক্ষ |
২ |
পুরাতন পত্রিকা ও সাময়িকী পাঠ সেবা |
চাহিদা অনুযায়ী যেকোন পাঠক বিনামূল্যে পুরাতন সংবাদপত্র ও সাময়িকী পাঠের সুযোগ পাবেন। |
নির্ধারিত পাঠকক্ষ |
৩ |
রেফারেন্স সেবা |
রেফারেন্স সামগ্রী সংগ্রহ, সংগঠন ও সংরক্ষণ করা এবংপাঠসুবিধা প্রদান। |
নির্ধারিত পাঠকক্ষ |
৪ |
সাম্প্রতিক তথ্য-জ্ঞাপন সেবা (CAS) |
গ্রন্থাগারে আগত নতুন গ্রন্থাগার সামগ্রী (বই/ সংবাদপত্র/ সাময়িকী/ রেফারেন্স সামগ্রী/ ম্যাপ/ ভিজিয়্যাল সামগ্রী ই্ত্যাদি) সম্পর্কে অবহিত করণ। |
নির্ধারিত পাঠকক্ষ |
৫ |
ই-বুক সেবা |
https://publiclibrary.sirajganj.gov.bd/ এই লিঙ্কে গিয়ে ‘ই-বুক’ সংক্রান্ত মেন্যুতে ক্লিক করতে হবে। |
গ্রন্থাগারের ওয়েব পোর্টাল |
৬ |
পুস্তক লেনদেন সেবা |
গ্রন্থাগারের সদস্যদের চাহিদার ভিত্তিতে এককালীন সর্বোচ্চ ২টি পুস্তক ধার প্রদান। |
গ্রন্থাগারের সদস্য হতে নিম্নোক্ত কাগজপত্র পূরণ করে অত্রদপ্তরে জমা দিতে হবে: ১. নির্ধারিত আবেদন ফরম ২. NID/জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি ৩. পাসপোর্ট সাইজের ২ কপি ছবি |
৭ |
গ্রন্থ প্রদর্শনী/ বইমেলায় অংশগ্রহণ |
বই পাঠে আগ্রহী করতে বছরের বিভিন্ন সময়ে গ্রন্থ প্রদর্শনীর আয়োজন করা হয় এবং বিভিন্ন মেলায় অংশগ্রহণ করা হয়। |
জেলা সরকারি গণগ্রন্থাগার, সিরাজগঞ্জ |
৮ |
ইন্টারনেট ব্যবহার সেবা |
নির্ধারিত কম্পিউটারে শুধুমাত্র গ্রন্থাগারের সদস্যদের ইন্টারনেট ব্যবহার করতে দেয়া |
সদস্যকার্ড/ নির্ধারিত কক্ষ |
সবার জন্য বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে দেয়া |
নির্ধারিত পাঠকক্ষ |
||
৯ |
গ্রন্থাগার সম্পর্কিত তথ্য প্রদান |
কাঙ্খিত তথ্য প্রদানের মাধ্যমে |
জেলা সরকারি গণগ্রন্থাগার, সিরাজগঞ্জ |
ওয়েব পোর্টাল ব্রাউজিং-এর মাধ্যমে |
|||
১০ |
সম্প্রসারণমূলক সেবা |
বিভিন্ন দিবস উপলক্ষ্যে বইপাঠ, রচনা, চিত্রাংকন, সুন্দর হাতের-লেখা, কবিতা আবৃত্তি, গল্পবলা ইত্যাদি প্রতিযোগিতা আয়োজন করা |
সরকারি গণগ্রন্থাগারে নিম্নোক্ত কাগজ পত্র জমা দিতে হয়: ১. জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদের অনুলিপি ২. প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন (প্রযোজ্য ক্ষেত্রে) ৩. নির্ধারিত ফরম (প্রযোজ্যক্ষেত্রে) |
আলোচনা সভা/ সেমিনার/ অংশীজনের সাথে মতবিনিময়/ বরেণ্য ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ইত্যাদি আয়োজন |
পাঠাভ্যাস বৃদ্ধিকরণ কার্যক্রমের অংশ হিসেবে বছরের বিভিন্ন সময়ে আলোচনা সভা/ সেমিনার/ অংশীজনের সাথে মতবিনিময়/ বরেণ্য ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ইত্যাদি আয়োজন করা হয়। |
||
১১
|
বেসরকারি পাঠাগার তালিকাভূক্তিকরণ | নীতিমালা অনুযায়ী সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের বেসরকারি পাঠাগার কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন সাপেক্ষে |
১. নির্ধারিত আবেদন ফরম ২. পাঠাগারের গঠনতন্ত্র ৩. কার্যকরী ও সাধারণ পরিষদের তালিকা ৪. সদস্যদের তালিকা ৫. সংরক্ষিত বইয়ের তালিকা |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS