Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিসের সময়সূচি:  শনিবার-বুধবার সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত ; বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য সরকারি ছুটির দিন অফিস বন্ধ থাকে।


সেবার তালিকা

ক্রমিক

সেবার নাম

সেবার ধরণ

সেবা প্রদান পদ্ধতি

পাঠক সেবা

বই/ সংবাদপত্র/ সাময়িকী পাঠ সেবা

সেবাগ্রহীতা গ্রন্থাগারে এসে বিনামূল্যে যেকোন বই/সাময়িকী/ সংবাদপত্র/ রেফারেন্স সামগ্রী ইত্যাদি পড়তে পারবেন।

নিবন্ধিত সদস্যদেরকে বই ধার সেবা

শুধুমাত্র নিবন্ধিত সদস্য সর্বোচ্চ দুইটি বই পনের (১৫) দিনের জন্য বাসায় নিয়ে যেতে পারবেন।

পুরাতন পত্রিকা ও সাময়িকী পাঠ সেবা

চাহিদা অনুযায়ী যেকোন পাঠক বিনামূল্যে পুরাতন সংবাদপত্র ও সাময়িকী পাঠের সুযোগ পাবেন।

সাম্প্রতিক তথ্য-জ্ঞাপন সেবা (CAS)

গ্রন্থাগারে আগত নতুন গ্রন্থাগার সামগ্রী (বই/ সংবাদপত্র/ সাময়িকী/ রেফারেন্স সামগ্রী/  ম্যাপ/ ভিজিয়্যাল সামগ্রী ই্ত্যাদি) সম্পর্কে অবহিত করণ।

ই-বুক সেবা

আগ্রহী পাঠকগণ বিনামূল্যে গ্রন্থাগারের ওয়েব পোর্টালে (https://publiclibrary.sirajganj.gov.bd/) সংরক্ষিত ই-বুক পড়তে ও ডাউনলোড করতে পারবেন। 

রেফারেন্স সেবা

রেফারেন্স সেবা

পাঠককে তার চাহিদা মাফিক রেফারেন্স সামগ্রী (অভিধান/ বিশ্বকোষ/ জার্নাল) পড়ার সুযোগ এবং বিভিন্ন রেফারেন্স তথ্য প্রদান করা।

পরামর্শ ও উপদেশমূলক সেবা

সেবা গ্রহীতার চাহিদার আলোকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।

সম্প্রসারণমূলক সেবা


প্রতিযোগিতা আয়োজন

সারা বছর বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষ্যে রচনা/ বইপাঠ/ চিত্রাংকন/ আবৃত্তি/ সুন্দর হাতের-লেখা ইত্যাদি প্রতিযোগিতা আয়োজন করা হয়।

গ্রন্থ প্রদর্শনী/ বইমেলায় অংশগ্রহণ

বই পাঠে আগ্রহী করতে বছরের বিভিন্ন সময়ে গ্রন্থ প্রদর্শনীর আয়োজন করা হয় এবং বিভিন্ন মেলায় অংশগ্রহণ করা হয়।

আলোচনা সভা/ সেমিনার/  অংশীজনের সাথে মতবিনিময়/ বরেণ্য ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ইত্যাদি আয়োজন

পাঠাভ্যাস বৃদ্ধিকরণ কার্যক্রমের অংশ হিসেবে বছরের বিভিন্ন সময়ে আলোচনা সভা/ সেমিনার/  অংশীজনের সাথে মতবিনিময়/  বরেণ্য ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ইত্যাদি আয়োজন করা হয়।

ভ্রাম্যমান লাইব্রেরি সেবা

‘দেশব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরি’ প্রকল্পের অধীনে একটি ভ্রাম্যমান গাড়ি লাইব্রেরির মাধ্যমে জেলার ৪৪ টি স্পটে এই সেবা প্রদান করা হচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা


ফটোকপি সেবা (বর্তমানে বন্ধ আছে)

নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে যেকোন সেবাপ্রত্যাশী এই সেবা গ্রহণ করতে পারেন।

ইন্টারনেট সেবা

ইন্টারনেট কর্ণারে কেবলমাত্র নিবন্ধিত সদস্যগণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

ওয়াই-ফাই সেবা

যেকোন সেবাপ্রত্যাশী গ্রন্থাগারে এসে বিনামূল্যে ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

গ্রন্থাগার সম্পর্কিত তথ্য প্রদান

নিজস্ব ওয়েব পোর্টালের মাধ্যমে গ্রন্থাগার সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্য সরবরাহ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সেবা প্রদান

ফেসবুক, ইউটিউব, ব্লগ ইত্যাদি মাধ্যম ব্যবহার করে গ্রন্থাগার ব্যবহারে আগ্রহ সৃষ্টি এবং গ্রন্থাগার সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রাতিষ্ঠানিক সেবা

বেসরকারি গ্রন্থাগারকে পরামর্শ প্রদান ও তালিকাভূক্তিকরণ

সেবাগ্রহীতার চাহিদার ভিত্তিতে বেসরকারি গ্রন্থাগারকে পরামর্শ প্রদান ও তালিকাভূক্ত করা হয়।