লাইব্রেরি শব্দটি আমাদের কাছে বহুল পরিচিত ও প্রচলিত একটি শব্দ। আমরা সবাই এই শব্দটি ব্যবহার করি কিন্তু শব্দটির সঠিক অর্থ জানি না। সত্যি বলতে কী – লাইব্রেরি বলতে কোন প্রতিষ্ঠানগুলোকে বুঝায় বা এই প্রতিষ্ঠানগুলোর কাজ কী আমাদের অধিকাংশই তা জানি না। যার ফলে আমরা শব্দটির অপপ্রয়োগ করি। যেমন আমাদের সমাজে লাইব্রেরি বলতে এমন প্রতিষ্ঠানকে বুঝানো হয় যারা বই ও স্টেশনারি মালামাল কেনা-বেচা করে। আবার লাইব্রেরি বলতে অনেকে শিক্ষা প্রতিষ্ঠানের অফিসকক্ষও বুঝে থাকেন। কেউ কেউ মনে করেন কিছু বই একসাথে জমা করে রাখলেই সেটি লাইব্রেরি। অনেকে আবার আরও এক ধাপ এগিয়ে বই সংক্রান্ত যেকোন প্রতিষ্ঠানকেই লাইব্রেরি হিসেবে জানে। আসলে এর কোনটিই সঠিক নয়, এগুলো নিছক ভুল ধারণা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস