Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
জেলা সরকারি গণগ্রন্থাগার, সিরাজগঞ্জ।
বিস্তারিত

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস-২০২০। দিবসটি উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গণগ্রন্থাগার অধিদপ্তর। মুজিববর্ষের সাথে একাত্মতা প্রকাশ করে এবছর দিবসটির প্রতিপাদ্য—‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

আজ সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবসের শোভাযাত্রা বের করার কথা রয়েছে। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগের গণগ্রন্থাগার চত্বরে এসে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

পরে গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক উপস্থিত থাকবেন। আর মূল আলোচক হিসেবে শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবাল উপস্থিত থাকবেন। 

এছাড়া জেলা প্রশাসন ও গণগ্রন্থাগার অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় ও জেলা সরকারি গ্রন্থাগারসমূহেও নানান আয়োজন থাকবে। আয়োজনের মধ্যে থাকবে—শোভাযাত্রা, আলোচনা সভা, রচনা, বইপাঠ, চিত্রাঙ্কন প্রভৃতি।

দিবসটির ব্যাপারে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠ্যভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে গ্রন্থাগারের ভূমিকা দৃঢ় করাই জাতীয় গ্রন্থাগার দিবসের প্রধান লক্ষ্য।